সিএইসটি ডেস্কঃ
চট্টগ্রামের রাউজান উপজেলার অগ্রসার বৌদ্ধ অনাথালয়ের পরিচালক কর্তৃক এক মারমা কিশোরীকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে বলে দাবি করে বৃহস্পতিবার দুপুরে সচেতন ছাত্র সমাজের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অংশ নেয়া একজন উথোয়াইংগ্য মারমা দাবি করেন “অগ্রসার বৌদ্ধ অনাথালয়ের পরিচালক সুমিতানন্দ থের এনুছাই মারমাকে (১৫) ধর্ষণ এবং হত্যা করেছে।”
“ভুক্তভোগীর এবং ঘটনাস্থলের বিভিন্ন আলামত প্রমাণ করে এনুছাইকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে ”, বলেন তিনি।
“আমরা খোঁজ নিয়ে জেনেছি গত প্রায় ১০ বছরের অধিক সময় ধরে এই অনাথালয়ে অসহায় পাহাড়ী শিক্ষার্থীদের উপর যৌন নির্যাতন করা হচ্ছে। অসহায় এই শিক্ষার্থীরা অনাথালয় পরিচালিত পাশের একটি স্কুল এবং একটি কলেজে পড়ালেখা করত। এই অন্যায় এবং নির্যাতনের বিরুদ্ধে কোন শিক্ষার্থী প্রতিবাদ করতে চাইলে তাদেরকে পরীক্ষায় ফেল করে দেয়া হত এবং মানসিক নির্যাতন করা হত”, বলেন উথোয়াইংগ্য।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে বলেও জানান তিনি।
“এই অনাথালয়ের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে ভুক্তভোগী এবং তাদের পরিবারের পাশে থাকার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি”, বলেন তিনি।
“ভুক্তভোগীর পরিবার খুবই অসহায়। তারা ভয়ে মামলা পর্যন্ত করতে পারছেননা”,বলেন সমাবেশে অংশ নেয়া আর একজন জেসিং মারমা।
এই ঘটনার আমরা সুষ্টু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি বলেন তিনি।
এনুছাই মারমা অগ্রসার অনাথাশ্রমে থেকে নবম শ্রেণিতে পড়ালেখা করত বলে জানান তার পরিবার।
২১ তারিখ দুপুরে অনাথালয়ের চার তলার একটা রুম থেক এনুছাই মারমার লাশ উদ্ধার করা হয় বলে এর আগে জানিয়েছিল পুলিশ।
এই বিষয়ে আরও পড়ুনঃ
More Stories
বাংলাদেশে আদিবাসীদের ভূমিতে কোয়ান্টামের নিরবচ্ছিন্ন দখল আক্রমণ
কেন বৌদ্ধ সমিতির প্রতি আস্থা হারিয়েছেন দায়ক দায়িকারা
‘বিপুল চাকমারা হাজারো বিপ্লবী জন্ম দিয়ে গেছেন’