৭ জঙ্গী এবং কেএনএফের তিনজন গ্রেফতার, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সিএইসটি ডেস্কঃ
রাঙ্গামাটির বিলাইছড়ির সাইজাম পাড়া এবং বান্দরবানের রোয়াংছড়ি বাজার এলাকায় র্যাবের অভিযানে গতকাল নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সাতজন এবং পার্বত্য চট্টগ্রামে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এর তিন জন কে গ্রেফার করেছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের আইন ও গণমাধ্যাম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন শুক্রবার সকালে বান্দরবান জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিচ্ছিত করেন।
অভিযানে র্যাব ৯ টি SBBL বন্দুক,গুলি ৫০ রাউন্ড, কার্তুজ কেইস ৬২টি, IED (হাত বোম্ব) ৬ টি, কার্তুজ কেইস (SA) ১ টি, কার্তুজ বেল্ট ০২ টি, দেশীয় পিস্তল ০১ টি, বিভিন্ন দেশীয় অস্ত্র, ওয়াকিটকি ০১টি, ওয়াকিটকি চার্জার ০৩ টি, Kuki Chin State লেখা প্রস্তাবিত ১০ টি ম্যাপ এবং ব্যাবহার্য অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ কর হয়।
গ্রেফতারকৃত ০৭ জঙ্গি হলেন, ১।সৈয়দ মারুফ আহমদ, প্রকাশ মানিক, ৩১, সুনামগঞ্জ ২। ইমরান হোসাইন প্রকাশ সাওন, পিরোজপুর ৩। কাউসার প্রকাশ শিশির ৪৬, ঝিনাইদহ ৪। জাহাঙ্গির আহম্মেদ প্রকাশ জনু ২৭, সিলেট ৫। মোঃ ইব্রাহিম প্রকাশ আলি ১৯, বরিশাল ৬। আবু বক্কর সিদ্দিক প্রকাশ বাপ্পি২৩, সিলেট এবং ৭। রুফু মিয়া সুনামগঞ্জ।
অন্যদিকে বিচ্ছিন্নতাবাদী কেএনএফের তিন সদস্য হলেন বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জৌথান স্যাং বম ১৯, স্টিফেন বম ১৯ এবং মাল সম বম ২০।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গ্রেফতারকৃত জঙ্গীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামক উগ্রবাদী সংগঠনে জড়িত হয়ে দেড় মাস হতে দুই বছরের বেশি সময় ধরে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল । সংগঠনের সদস্যরা তাদেরকে উগ্রবাদে উৎসাহিত করে পরিবার হতে বিচ্ছিন্ন করে প্রশিক্ষণ ও তাত্ত্বিক জ্ঞান প্রদানের জন্য পটুয়াখালী ও ভোলা সহ বিভিন্ন এলাকায় জ্যেষ্ঠ সদস্যদের তত্ত্বাবধানে বিভিন্ন সেইফ হাউজে রাখা হত।
পরবর্তিতে প্রশিক্ষণে উথীর্ণ তরুণদেরকে বান্দরবানের দুর্গম পার্বত্য এলাকায় পরবর্তী ধাপের প্রশিক্ষনের জন্য প্রেরণ করা হত।
পার্বত্য অঞ্চলের প্রশিক্ষণ শিবিরে মোট প্রশিক্ষণার্থী ৫০ এর অধিক বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গ্রেফতারকৃত কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের তিনজন তাদের সামরিক শাখা কেএনএ এর সদস্য। কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (KNF) নামক সশস্ত্র সংগঠনের প্রতিষ্ঠাতা নাথাম বম এর সাথে ২০২১ সালে “জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া” এর আমিরের সম্পর্ক স্থাপিত হয় এবং পার্বত্য অঞ্চলের কেএনএফের ছত্রছায়ায় জামাতুল আনসার এর সদস্যদের আগামী ২০২৩ সাল পর্যন্ত প্রশিক্ষণ প্রদানের জন্য চুক্তিবদ্ধ হয়। চুক্তি অনুযায়ী প্রতি মাসে তিন লক্ষ টাকা এবং কেএনএফের সকল সদস্যদের খাবার খরচ বহন করা হত বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এই বিষয়ে আরও পড়ুনঃ
More Stories
বাংলাদেশে আদিবাসীদের ভূমিতে কোয়ান্টামের নিরবচ্ছিন্ন দখল আক্রমণ
কেন বৌদ্ধ সমিতির প্রতি আস্থা হারিয়েছেন দায়ক দায়িকারা
‘বিপুল চাকমারা হাজারো বিপ্লবী জন্ম দিয়ে গেছেন’