November 22, 2024

Always worth looking into

পার্বত্য চুক্তি বাস্তবায়নে দেশের বিশিষ্ট ৪১ নাগরিকের সুনির্দিষ্ট ৮ দাবি

সিএইচটি ডেস্কঃ

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সুনির্দিষ্ট ৮ দাবি জানিয়ে দেশের বিশিষ্ট ৪১ নাগরিক গণমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন।

২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর পূর্ণ হতে যাওয়া উপলক্ষে দেয়া বিবৃতিতে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতির মধ্যে  ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, চুক্তির ২৫ বছরের মাথায় এসেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে আশানুরূপ কোনো অগ্রগতি হয়নি।

বিবৃতিতে বলা হয়, চূক্তির কয়েকটি ধারা বাস্তবায়ন করা হয়েছে যেমন পার্বত্য আঞ্চলিক পরিষদ আইন, জেলা পরিষদ আইন, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন প্রভৃতি। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা (যেমন ভূমি, সামরিক বাহিনী প্রত্যাহার ও স্থানীয় সরকার নির্বাচন)  বাস্তবায়িত করার কোন কার্যকর উদ্যোগ নেয়া হয়নি বরং নানা অজুহাতে তা বিলম্বিত করা হচ্ছে। বিশেষ করে এটা খুবই দু:খজনক যে, চুক্তি স্বাক্ষরকারী দল আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার পরেও চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেবার কোন কার্যকর উদ্যোগ নেয়া হলো না। পার্বত্য চট্টগ্রামকে আদিবাসী অধ্যুষিত অঞ্চল হিসেবে তার বৈশিষ্ট্য অটুট রাখার অভিপ্রায়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও অত্যন্ত উদ্বেগের সাথে আমরা লক্ষ করেছি যে, সর্বশেষ জনশুমারীর তথ্য অনুসারে পার্বত্য চট্টগ্রামের জনমিতির অনুপাত পাহাড়ি আদিবাসীদের প্রতিকূলে বদলে যেতে শুরু করেছে।

বিবৃতিতে বলা হয়, চুক্তি মোতাবেক পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ পাস হলেও এ আইন বাস্তবায়নের জন্য এখনো বিধিমালা না হওয়ায় কমিশন যথাযথভাবে কাজ শুরু করতে পারছে না।

বিবৃতি প্রদানকারীর পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনকে অকার্যকর করে রাখা ও তাদের নিষ্ক্রিয়তায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে উল্লেখ করেন সম্প্রতি কমিশনের নিয়মিত সভা স্বার্থন্বেষী মহলের বাধার কারণে একাধিকবার স্থগিত করতে হয়েছে। এ ব্যাপারে পার্বত্য মন্ত্রণালয় কিংবা সরকারের নীরবতা খুবই দু:খজনক।

বিবৃতিতে উল্লেখ করা হয় চুক্তি মোতাবেক গঠিত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদই সেখানকার সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু হওয়ার কথা ছিল। প্রয়োজনীয় নূন্যতম বাজেট এবং লোকবল না থাকায় সেই আঞ্চলিক পরিষদ তার চুক্তি নির্ধারিত কোন দায়িত্ব পালন করতে পারছে না। চুক্তি মোতাবেক তিন পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম আঞ্চলিক পরিষদের অধীনে রেখে পরিচালিত হওয়ার কথা থাকলেও দীর্ঘ ২৫ বছরেও এ পরিষদগুলোর নির্বাচন না করে সরকার মনোনীত ব্যক্তিদের সেখানে বসিয়ে দেয়া হচ্ছে। যে সকল ক্ষমতা ও দায়িত্ব জেলা পরিষদের কাছে চুক্তি অনুযায়ী হস্তান্তরের কথা, তাও করা হয়নি।  

চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধান এবং সকল উন্নয়ন কার্যক্রমে স্থানীয় জনগনকে সম্পৃক্ত করার কথা থাকলেও এত বছরেও তা করা হয়নি। অপরদিকে মানবাধিকার আন্দোলনে সক্রিয় ব্যক্তি ও কর্মীদের বিরুদ্ধে মনগড়া ও অসত্য অভিযোগ তুলে তাদের ওপর দমন-পীড়ন চালানোর ঘটনা প্রায়ই ঘটে চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারী প্রশাসনের একটি শক্তিশালী মহল পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে প্রধান প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে।

বিবৃতি প্রদানকারীরা রাষ্ট্রীয় প্রশাসনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ ধরণের জনবিরোধী ও চুক্তি বিরোধী কার্যকলাপের তীব্র নিন্দা জানান এবং সেই সাথে তারা সকল বাধা অপসারণ করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে অতিদ্রুত সময়সূচীভিত্তিক কর্মপকিল্পনা প্রণয়ন করার জন্য সরকারের কাছে জোর দাবিও জানান।

পার্বত্য চুক্তি বাস্তবায়নে বিবৃতি প্রদানকারীদের সুনির্দিষ্ট আট দাবিঃ

১. চুক্তিতে প্রস্তাবিত সকল অঙ্গীকারের পূর্ণ বাস্তবায়ন (যেমন ভূমি, পর্যায়ক্রমে সামরিক বাহিনী প্রত্যাহার ও স্থানীয় সরকার নির্বাচন) করতে হবে।

২. ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন যথাযথভাবে কার্যকর করতে প্রয়োজনীয় বাজেট, লোকবল এবং সর্বোচ্চ পর্যায়ের সরকারের দৃশ্যমান সমর্থন জোরদার করতে হবে।

৩. চুক্তি স্বাক্ষরের সময় যে কয়টি সেনানিবাস ছিল, যার কথা চুক্তিতেও উল্লেখ আছে সেগুলো বহাল রেখে বাকি সকল অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করে পার্বত্য এলাকায় নাগরিকদের জন্য স্বাভাবিক জীবন যাপনের পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে।

৪. আইন শৃংখলা পরিস্থিতির নামে এক তরফা পাহাড়িদের দায়ী করার মানসিকতা পরিহার করে কোন সহিংসতার ঘটনা ঘটলে তার স্বাধীন স্বচ্ছ নিরেপক্ষ তদন্তের জন্য জাতীয় পর্যায় থেকে উচ্চ আদালতের কোন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু বিশ্বাসযোগ্য তদন্তের ব্যবস্থা করতে হবে।

৫. আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদকে চুক্তির বিধান অনুযায়ী প্রয়োজনীয় ক্ষমতা, বাজেট এবং দায়িত্ব অর্পণ করতে হবে।

৬. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৭. পার্বত্য এলাকারয় যে সকল বহিরাগত বাঙ্গালীদের সেটেলার হিসেবে বসানো হয়েছে তাদের স্ব স্ব জেলা বা এলাকায় ফিরিয়ে নিতে হবে। এদের পুনর্বাসনের জন্য জাতীয় বাজেটে আলাদা করে বরাদ্দ দিতে হবে।

৮. সম্প্রতি পার্বত্য শাসন বিধি ১৯০০ বিরোধিতার জন্য একটি মহল সর্বোচ্চ আদালতের সুস্পষ্ট রায় থাকার পরেও নানা অপচেষ্টা চালাচ্ছে। এ ব্যাপাওে সরকারকে চুক্তি মোতাবেক পার্বত্য শাসনবিধি ১৯০০ এর পক্ষে দৃঢ় অবস্থান ঘোষনা করতে হবে।

বিবৃতি প্রদানকারীরা হলেন, সুলতানা কামাল, মানবাধিকার কর্মী ও চেয়ারপার্সন, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, খুশী কবির, সমন্বয়কারী, নিজেরা করি ও চেয়ারপার্সন, এএলআরডি, প্রফেসর মোস্তাফিজুর রহমান,  অর্থনীতিবিদ ও গবেষক, ড. মেঘনা গুহঠাকুরতা, নির্বাহী পরিচালক, রিসার্স ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিব), রাণা দাশগুপ্ত, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, প্রফেসর মেজবাহ কামাল, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়,  সুব্রত চৌধুরী, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, কাজল দেবনাথ, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জেড আই খান পান্না, সভাপতি, আইন ও সালিশ কেন্দ্র ও আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, তবারক হোসেইন, সহ-সভাপতি, সম্মিলিত সামাজিক আন্দোলন ও আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, পারভীন হাসান, ভাইস চ্যন্সেলর, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সম্মানিত ফেলো, সিপিডি, ড. আবুল বারকাত, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ও উপদেষ্টা, এইচডিআরসি, রাহনুমা আহমেদ, কবি ও লেখক, শামসুল হুদা, নির্বাহী পরিচালক, এসোসিয়েশ ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্ট (এএলআরডি), ড. ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি, রোবায়েত ফেরদৌস, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বদিউল আলম মজুমদার, সম্পাদক, সুজন, সঞ্জীব দ্রং, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম, ডা. জাফরুল্লাহ চৌধুরী, ট্রাস্টি, গণস্বাস্থ্য কেন্দ্র, ড. শহিদুল আলম, আলোকচিত্রী ও সমাজকর্মী, ড. হামিদা হোসেন, মানবাধিকার কর্মী, শিরিন হক, সদস্য, নারীপক্ষ, ব্যারিস্টার সারা হোসেন, অনারারী নির্বাহী পরিচালক, ব্লাস্ট, জাকির হোসেন, নির্বাহী পরিচালক, নাগরিক উদ্যোগ, শাহীন আনাম, নির্বাহী পরিচালক, মানুষের জন্য ফাউন্ডেশন, রাশেদা কে চৌধুরী, নির্বাহী পরিচালক, গণ-স্বাক্ষরতা অভিযান ও তত্ত্বাধায়ক  সরকারের সাবেক উপদেষ্টা, ড. স্বপন আদনান, ভিজিটিং রিসার্স ফেলো, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ড. সুমাইয়া খায়ের, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রেজাউল করিম চৌধুরী, নির্বাহী পরিচালক, কোস্ট ট্রাস্ট, মো: নুর খান, নির্বাহী পরিচালক, আইন ও সালিশ কেন্দ্র, দীপায়ন খীসা, তথ্য ও প্রচার সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম, নোভা আহমেদ, গবেষক ও শিক্ষক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ড. মোহাম্মদ তানজিম উদ্দিন খান, অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জোবাইদা নাসরীন কণা, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, পল্লব চাকমা, নির্বাহী পরিচালক, কাপেং ফাউন্ডেশন, রেজাউল করিম লেনিন, গবেষক ও মানবাধিকার কর্মী, তাসনীম সিরাজ মাহবুব, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ফারাহ তানজীন তিতিল, শিক্ষক, অর্থনীতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়,  হানা শামস আহমেদ, ও  লেলুং খুমী।