সিএইসটি ডেস্ক:
শৈল প্রপাতের (জলপ্রপাত) উপর ঝুলন্ত সেতু নির্মাণ করা হলে তা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ক্ষতিকর হবে বলে জানিয়েছেন স্থানীয় ও পরিবেশবিদরা।
“প্রকৃতিকে ধ্বংস করে এমন উন্নয়ন আমরা কখনোই চাই না। জলপ্রপাতটি আগের মতোই থাকুক”, বলেন শৈল প্রপাত এলাকার স্থানীয় লিভিং বম নামে একজন ।
বান্দরবানের প্রবীণ নাগরিক জির কুং সাহু,বলেন, “বান্দরবানের অন্যতম পর্যটন স্পট শৈল প্রপাতের উপর কোন সেতু নির্মাণ করা হলে সেখানকার প্রকৃতি তার সৌন্দর্য হারাবে।”
“আমাদের প্রকৃতিকে বিরক্ত করা উচিত নয়। আমাদের সকলের উচিত প্রকৃতি যেমন আছে তাকে তেমন থাকতে দেওয়া। এই ধরনের কংক্রিট কাঠামো নির্মাণ জলপ্রপাতের পরিবেশকে ধ্বংস করবে”, জির কুং বলেন।
“এই সেতু স্থানীয়দের কোনো কাজে আসবে না। উন্নয়নের নামে বান্দরবানে অপ্রয়োজনীয় জায়গায় এ ধরনের সেতু নির্মাণ করা হচ্ছে,” বলেন পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণের বান্দরবান চ্যাপ্টারের চেয়ারপারসন জুয়ামলিয়ান আমলাই।
বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর হোসেন বলেন, “পর্যটকরা ঝরনার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে শৈল প্রপাতের ওপর একটি ঝুলন্ত সেতু নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে।”
“আমরা ইতিমধ্যেই দুই লাখ টাকা ব্যয়ে জলপ্রপাতের দুই পাশে পিলার ও সিঁড়ি নির্মাণ করেছি। তহবিলের অভাবে এবং আরও পরিকল্পনার জন্য, সেতুটির নির্মাণ বর্তমানে বন্ধ আছে”, পিআইও বলেন।
এ বিষয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরোজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
More Stories