সঞ্জয় কুমার বড়ুয়া
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে (সিএইচটি) প্রভাবশালী কোয়ান্টাম ফাউন্ডেশনের নিরন্তর ভূমি দখলের কারণে রেংকেন ম্রো তার পূর্বপুরুষের জ়ুম ভূমি হারিয়েছেন, যা ছিল তার জীবিকার একমাত্র অবলম্বন।
ছয় সদস্যের পরিবার নিয়ে প্রায় পঞ্চাশ বছর বয়সে কিভাবে দূর্গম পাহাড়ে টিকে থাকবেন এই শঙ্কায় তিনি দিন পার করছেন।
তার মতো বান্দরবানের লামা উপজেলার ডলুছড়ি ও বমু মৌজার চম্পা ঝিরি ম্রো পাড়া, টনকা ঝিরি ত্রিপুরা পাড়া, ডেকিছড়া পাড়া, বেথছড়া ত্রিপুরা পাড়া, রাজারাম পাড়া, চিন্তাই বড় পাড়া ও গয়ালমারা পাড়া- সাতটি গ্রামের ১৩৮ পরিবার কোয়ান্টামের আগ্রাসী দখলের কারণে ভূমিহীন হয়ে পড়েছে।
“কোয়ান্টাম আমাদের জুম চাষের জমি দখল করেছে। তারা বারবার আমাদের পুর্বপুরুষের গ্রাম ছেড়ে যাওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাদের ভয়ের কারণে ইতিমধ্যেই আমাদের পাড়া (গ্রাম) থেকে পাঁচটি পরিবার উচ্ছেদ হয়ে গেছে”, চম্পা ঝিরি ম্রো পাড়ার (গ্রাম) রেংকেন ম্রো বলেন।
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আদিবাসীরা তাদের জীবিকা নির্বাহের জন্য বেশিরভাগই জুম চাষ এবং বনজ সম্পদের উপর নির্ভরশীল।
“আমরা অসহায়। আমরা যখন কোয়ান্টামের বিরুদ্ধে প্রতিবাদ করি, তখন আমরা মৃত্যুর হুমকির সম্মুখীন হই,” বলেন লংকি ম্রো, ৫০ বছর বয়সী আরেকজন পাড়াবাসী।
পুলিশ ও স্থানীয় প্রশাসনের কাছে কেন সাহায্য নেননি জানতে চাইলে গ্রামবাসী বলেন, তারা অত্যন্ত গরিব এবং জমি দখলের প্রতিবাদ করলে তাদেরকে মিথ্যা মামলায় জড়ানো হবে।
সরই ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল হালিম বলেন, কোয়ান্টাম ফাউন্ডেশন এতই প্রভাবশালী যে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় বোধ করি। তারা প্রশাসনের সহযোগিতায় প্রায় ৬,০০০ একর জুম ভূমি দখল করে নেয়।
“কোয়ান্টাম আমাদের ভূমি দখল করেছে, আমাদের পাড়া (গ্রাম) কাঁটাতার দিয়ে ঘিরে দিয়েছে। আমরা দুর্বিষহ জীবনযাপন করছি। চাষের জমি না থাকায় কীভাবে বাঁচব তা আমরা জানি না,” বলেন চম্পা ঝিরি ম্রো পাড়ার কারবারি লং থই ম্রো (৭২)।
এর আগে, ডলুছড়ি মৌজার সাবেক হেডম্যান জোহন ত্রিপুরা বলেন, “কোয়ান্টাম ফাউন্ডেশন আমার মৌজার প্রায় ২,৫০০ একর জুমের জমি দখল করেছে। আমার মৌজার অধিকাংশ গ্রামবাসী ক্রমাগত দখলের কারণে গুরুতরভাবে কষ্ট পাচ্ছে”।
“আমরা প্রতিবাদ করলে কোয়ান্টাম আমি সহ তিনজনের বিরুদ্ধে মামলা করে। পরে আমরা জেলা প্রশাসনের সাথে একাধিকবার যোগাযোগ করেছি কিন্তু তারা আমাদের কথায় কর্ণপাত না করায় আমরা কোন বিচার পাইনি”, তিনি বলেন।
“কোয়ান্টাম ২,০০০ সালে লামা উপজেলায় একটি স্কুল প্রতিষ্ঠা করে। পরে তারা ওই এলাকায় আদিবাসীদের ভূমি দখল শুরু করে”, যোগ করেন তিনি।
২০০০-২০১৭ সাল পর্যন্ত, কোয়ান্টাম ফাউন্ডেশন, এর প্রতিষ্ঠাতা শহীদ আল বোখারী এবং তার স্ত্রী নাহার আল বোখারী, বান্দরবানের লামা উপজেলার ডলুছড়ি ও বমু মৌজায় প্রায় ৫,৫০০ একর জুম ভূমি দখল করে, বলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের সাবেক প্রোগ্রাম অফিসার আনোয়ার আল হক।
“২০০০ সালে, বান্দরবানের সাবেক জেলা প্রশাসক মোঃ মহসিন আলী সরদারের সহায়তায়, শহীদ আল বোখারী এবং তার পরিবার ভুয়া তথ্য দিয়ে ভূমিহীন হিসেবে চল্লিশ শতক খাস জমির জন্য আবেদন করেছিলেন”, আনোয়ার বলেন।
“পরে আবেদন প্রত্যাখ্যান করা হয় এবং জেলা প্রশাসনকে ম্যানেজ করে জাল দলিল দিয়ে বোখারী বান্দরবান সদর উপজেলার কাশেম পাড়া এলাকায় ১০ শতক জমি ক্রয় করেন”, তিনি যোগ করেন।বর্তমানে, আদিবাসী সম্প্রদায় এবং স্থানীয় বাঙালিদের জমি জোরপূর্বক দখলে সক্রিয়ভাবে জড়িত বোখারীর নিজের নামে বান্দরবানে প্রায় ১,৮০০ একর এবং তার স্ত্রীর নামে প্রায় ৬০ একর জমি রয়েছে, তিনি আরও বলেন।
বান্দরবান জেলা প্রশাসনের অসাধু কর্মকর্তাদের সহায়তায় বোখারী ও তার স্ত্রীর নামে রেকর্ড করা প্রায় ৭০০ একর জমির নথিপত্র সংগ্রহ করেন এই সাংবাদিক।
কোয়ান্টাম ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তা মাইশা তাবাসসুম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বলেন, “বোখারীও জমি দখলের বিষয়ে সাংবাদিকের সঙ্গে কথা বলতে চান না।”
৩ আগস্ট, ১৯৮৯-এ প্রকাশিত একটি গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পার্বত্য জেলার বাসিন্দা নন এমন ব্যক্তির কাছে কোনও জমি হস্তান্তর করা যাবে না।
এবং ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্থায়ী বাসিন্দাকে সংজ্ঞায়িত করে, “অ-উপজাতি স্থায়ী বাসিন্দা’ বলতে এমন একজন ব্যক্তিকে বোঝাবে যিনি উপজাতীয় নন কিন্তু পার্বত্য জেলায় বৈধ জমি রয়েছে এবং সাধারণত একটি নির্দিষ্ট ঠিকানায় পার্বত্য জেলায় বসবাস করেন।”
স্থানীয় প্রশাসন, হেডম্যান ও ক্ষমতাসীন দলের লোকজনকে ম্যানেজ করে অবৈধভাবে জুমের জমি ক্রয়-বিক্রয় পার্বত্য চট্টগ্রামে অব্যাহত রয়েছে।
এদিকে, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের (বিএইচডিসি) চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, “আমরা কোয়ান্টাম ফাউন্ডেশনকে কোনো অনুমোদন দেইনি যখন তারা ক্রমাগত আইন অমান্য করে আদিবাসীদের ভূমি দখল করে চলেছে।”
একাধিকবার চেষ্টা করেও বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন ফোন ধরেননি।
শান্তিচুক্তি স্বাক্ষরের পর থেকে বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়িতে হাজার হাজার একর জমি প্রভাবশালী ভূমিদস্যুরা দখল করে নিয়েছে এবং জেলার ২০টি গ্রামের প্রায় ২৫০টি আদিবাসী পরিবার তাদের পৈতৃক জমি থেকে বাস্তুচ্যুত হয়েছে, বলেন জুমলিয়ান আমলাই, পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের বান্দরবান শাখার সভাপতি।
আদিবাসীদের অধিকার সম্পর্কিত জাতিসংঘের ঘোষণার ১০ অনুচ্ছেদে বলা হয়েছে, “আদিবাসীদের তাদের ভূমি বা অঞ্চল থেকে জোরপূর্বক অপসারণ করা যাবে না। সংশ্লিষ্ট আদিবাসীদের বিনামূল্যে, পূর্ব ও অবহিত সম্মতি ছাড়া এবং ন্যায্য ও ন্যায্য ক্ষতিপূরণের বিষয়ে চুক্তির পর এবং যেখানে সম্ভব, প্রত্যাবর্তনের বিকল্প সহ কোনও স্থানান্তর ঘটবে না।”
আন্তর্জাতিক শ্রম সংস্থার আদিবাসী ও ট্রাইবাল জনগোষ্ঠী কনভেনশন, ১৯৮৯-এর ১৪ অনুচ্ছেদ, যেখানে বলা হয়েছে, “সংশ্লিষ্ট জনগণের ঐতিহ্যগতভাবে দখলকৃত জমিগুলি চিহ্নিত করতে এবং এবং তাদের মালিকানা ও দখলের অধিকারের কার্যকরী সুরক্ষার নিশ্চয়তা দিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”
More Stories
কেন বৌদ্ধ সমিতির প্রতি আস্থা হারিয়েছেন দায়ক দায়িকারা
‘বিপুল চাকমারা হাজারো বিপ্লবী জন্ম দিয়ে গেছেন’
‘এম এন লারমা ছিলেন একজন মানব মুক্তির নেতা’