সঞ্জয় কুমার বড়ুয়া
একদিনেই চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপির) ৫৫ জন ‘চাটগাঁইয়া’ সদস্যদের বদলির আদেশে আতঙ্ক ও চাপা অসন্তোষ কাজ করছে বলে জানান সিএমপিতে কর্মরত চট্টগ্রাম জেলার পুলিশ সদস্যরা।
গত ২৭সেপ্টেম্বর, পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক, এআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-৩), মাহবুবুল করিম স্বাক্ষরিত আদেশে বলা হয় বদলিকৃত কনস্টেবলদের নতুন কর্মস্থলে যোগদানের জন্য আগামী ১১ অক্টোবরের মধ্যে ছাড়পত্র নিতে হবে। অন্যথায় তাদের ১২ অক্টোবর থেকে তাৎক্ষণিক অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য করা হবে।
বদলির আদেশ পাওয়া ৫৫ জন পুলিশ সদস্যদের বাড়ি চট্টগ্রাম জেলায় বলে জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মোঃ আব্দুল ওয়ারীশ।
তিনি বলেন, “কেন ৫৫ জন ‘চাটগাঁইয়া’ পুলিশ সদস্যদের একসাথে বদলী করা হল তা আমার কাছে সুনির্দিষ্টভাবে জানা নেই। তবে গত তিন বছরে সিএমপি থেকে প্রায় ৬০ ভাগ ‘চাটগাঁইয়া’ সদস্যদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।”
এই ব্যাপারে জানতে এআইজি মাহবুবুল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “৫৫ জনের বদলীর আদেশটি আমাদের একটি স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ।”
“এটার সাথে জাতীয় সংসদ নির্বাচন কিংবা অন্য কোন কিছুর কোন সম্পর্ক নেই”, তিনি বলেন।
এই আদেশের পর, বদলি আতঙ্কে রয়েছেন বলে জানান সিএমপিতে কর্মরত পুলিশ কনস্টেবল থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মকর্তারাও।
এর আগে ২০২১ সালে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপির) ৩৬ জনকে একদিনে বদলির ঘটনা ঘটেছিল।
২০১৯ সালের শেষ দিকে সিএমপি’র তৎকালীন উপকমিশনার (সদর) শ্যামল কুমার নাথ সিএমপি’র বিভিন্ন ইউনিটে কর্মরতদের বদলির জন্যে ‘চাটগাঁইয়া’ পুলিশ সদস্যদের তালিকা করতে চিঠি দিলে শহরজুড়ে সমালোচনা সৃষ্টি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রামের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, “এটা সত্যি খুব দুখঃজনক যে, গত কয়েক বছর ধরে সিএমপিতেশুধু নির্দিষ্ট একটি জেলার বাসিন্দাদের তালিকা করে এই কাজটি করা হচ্ছে। ”
এই বিষয়ে জানতে চট্টগ্রাম–৬ (রাউজান) আসনের সরকারদলীয় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি বিষয়টি জানিনা। এই ব্যাপারে আমি কোন মন্তব্য করতে পারবনা।”
More Stories
বাংলাদেশে আদিবাসীদের ভূমিতে কোয়ান্টামের নিরবচ্ছিন্ন দখল আক্রমণ
কেন বৌদ্ধ সমিতির প্রতি আস্থা হারিয়েছেন দায়ক দায়িকারা
‘বিপুল চাকমারা হাজারো বিপ্লবী জন্ম দিয়ে গেছেন’