May 19, 2024

Always worth looking into

বান্দরবানের চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দেয়ার অভিযোগ

সিএইচটি ডেস্কঃ

সিট নিয়ে বাকবিতন্ডার জেরে বান্দরবানের পুরবী বাস থেকে চলন্ত অবস্থায় এক যাত্রীকে ফেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে গুরুতর আহত হয়েছেন সাকিব হোসেন নামে নামে ওই যাত্রী। 

গত শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের কেরানীহাট এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী এবং পুলিশ।

“সিট বুঝিয়ে দেয়া নিয়ে হেলপারের সঙ্গে সেই যাত্রীর বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হেলপার ওই যাত্রীকে মেরে গাড়ি থেকে ফেলে দেন। এতে ওই যাত্রী মারাত্মক আঘাত পান। এরপর ৯৯৯ নম্বরে কল করে জরুরি সহায়তা চাইলে সাতকানিয়া থানা থেকে আমি ঘটনাস্থলে যায়”, বলেন, সাতকানিয়া থানার সহকারী উপ পরিদর্শক সাকিবুল ইসলাম।

আহত ব্যক্তিকে স্থানীয়রা একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।

“আইনী সহায়তা পাওয়ার জন্য ক্ষতিগ্রস্থদের আমি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছি” বলেন সাকিবুল।

আহত সাকিব জানান, “গত শুক্রবার আমি এবং আমার বড় ভাইয়ের স্ত্রী এবং শিশু সন্তানদের নিয়ে বাজালিয়া কাউন্টার থেকে পূরবী পরিবহনের বাসে উঠি ৷ বাসে ওঠার পর ক্রয়কৃত টিকেটের আসনে অন্য যাত্রীদের দেখে আমি হেলপারের সহযোগীতা চাইলে তিনি কেরানীহাট গেলে সিট পাবে বলে জানায়।”

 “চলন্ত বাসের হঠাৎ ব্রেকে দাঁড়িয়ে থাকা আমার বড় ভাইয়ের স্ত্রী অন্য যাত্রীর সিটের সংগে ধাক্কা খেয়ে পড়ে যায়৷ এমন পরিস্থিতিতে টিকেটের সিটের ব্যবস্থা, না হয় টিকেটের টাকা ফেরত দিয়ে আমাদেরকে নামিয়ে দিতে ড্রাইভারের দৃষ্টি আকর্ষণ করলে বাস ড্রাইভার কেরানীহাট মোড়ে আমাদর নামিয়ে না দিয়ে জোরে বাস চালাতে থাকেন”, তিনি বলেন।

“বাস সহকারী ও বাস ড্রাইভারের এমন অন্যায় আচরণের প্রতিবাদ করলে তর্কাতর্কির এক পর্যায়ে বাসের সহকারী আমার শার্টের কলার ধরে টেনে আমাকে কিল-ঘুষি-লাথি মেরে গুরুতর রক্তাক্ত জখম করে”, তিনি অভিযোগ করেন৷

“আমার ভাবী প্রতিবাদ করলে ড্রাইভার তার মোবাইলটি কেড়ে নিয়ে থাকে শ্লীলতাহানির চেষ্টা করে”, তিনি দাবি করেন।

“বাসটি কেরানীহাট কাঁচাবাজার সামনে পৌঁছলে ড্রাইভারের নির্দেশে  বাস সহকারী আমাকে চলন্ত বাস থেকে হত্যার উদ্দেশ্যে ধাক্কা মেরে বাস থেকে ফেলে দেয়” বলেন সাকিব।

এই ঘটনায় জড়িতদের  দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

বান্দরবান পুরবী বাসের জেনারেল ম্যানেজার মোঃ মহসীন বলেন “ঘটনাটি খুবই নিন্দনীয় এবং দুখঃজনক। ইতোমধ্যে আমরা অভিযুক্ত হেল্পার এবং ড্রাইভারকে সাময়িকভাবে বরখাস্ত করেছি।”